প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণী অন্যতম। সারাবছর ছাত্র-ছাত্রীবৃন্দ এই দিনটির জন্য সাগ্রহে অপেক্ষা করে। পুরস্কারপ্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। নিম্নলিখিত বিষয়গুলোতে কৃতিত্বের জন্য ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।
ক) সাংবাৎসরিক কার্যক্রমের কৃতিত্ব
১. শ্রেণীভিত্তিক মেধাতালিকায় স্থান লাভ(১ম,২য়,৩য়)।
২. শ্রেণীভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত ও আরবী বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তি।
৩. সর্বোচ্চ উপস্থিতি।
খ) সাংস্কৃতিক প্রতিযোগিতা
১. সুন্দর হস্তাক্ষর (বাংলা ও ইংরেজি)
২. নির্বাচিত কবিতা আবৃত্তি
৩. স্বরচিত কবিতা আবৃত্তি
৪. নির্ধারিত বক্তৃতা
৫. উপস্থিত বক্তৃতা
৬. নির্ধারিত রচনা প্রতিযোগিতা
৭. দেশাত্মবোধক গান
৮. পল্লীগীতি
৯. ছড়া গান
১০.গল্পবলা ইত্যাদি।